সুবিধাবাদী

Untitled-1-1 copy
আমরা মুসলমান
দাঁড়ি রেখে টুপি মাথায় মিথ্যা বলি,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি
তসবিহতে আল্লাহ আল্লাহ জিকির,
পরনিন্দায় বেঁহুশ আমি
কারে মেরে কি খাবো এই ধান্ধায় জীবন চলি,
হায়রে! বাঙ্গালী মুসলমান,

দিন শেষে বেশ্যার ঘরে
ওয়াজ নছিয়ত টিভির ভিতরে
টিভিকে কিন্তু শয়তানের বাক্স বলি
আমি ভাই বাঙালী মুসলমান,

মা বাবাকে খুঁশি রাখতে
পাড়া পড়শীর বাহ্ বাহ্ পেতে
কালো বোরকা হিজাবে ঢুকে
পর পুরুষের বাহু তলে রঙ্গ করি
আমি ভাই পর্দাতে মুসলমান,

হজ্ব করেছি, নাম করেছি
তবে কথায় কথায় গীবত ধরি,
মহল্লার মসজিদের ইমাম আমি
অমুকের বাড়ির খাবার কেমন বসে বসে চিন্তা করি
রাতের বেলায় ফেইসবুকেতে
লাভ ওয়াও ইমুজিতে ব্যস্ত থাকি,
বাহ্! বাহ্! আমি সুবিধাবাদী কিন্তু মুসলমান,

গান-বাজনা হারাম
তবে বিয়ে বাড়িতে হইহুল্লোড় হিন্দি গান,
সুদ খাওয়া মায়ের সাথে যেনা করা সমান
তবে উপড়ি কামাইয়ে টাকা লাগাই
আমি মুসলমান,

পরনারী দেখা হারামহুজুর মিয়া বুলি ছাড়ে
পানি পড়া আর তাবিস লেখে
পরো নারীর মুখোমুখি হুজুর কিন্তু এইসব সারে,
মাওলানা ভাই ওয়াজ ঝাড়ে মা-বাবার সেবা করো
তবে নিজের বেলায় মা আজ তোর ঘরে
কাল মেজো ভাইয়ের, পরশু সেজো’র ঘরে খাবে
একা হলে বৃদ্ধাশ্রমে
ও ভাই! আপনি কেমন মুসলমান?

রমজানেতে বেস ধরি, খালি পেটে সব করি
ইদ এলে নতুন খুঁজি, বিকেল হলে মদে মাতাল
প্রতিযোগিতায় কোরবান করি, তাল পড়েছে হাতে নিলাম
দোষ কি তাতে! আমি কিসে মুসলমান?

লিখতে গেলে সাগর হবে, আমি বললে নাস্তিক মোরতাদ
নিজের দিকে তাকিয়ে দেখুন কি আছে নিজের ঈমানে
গাড়ি বাড়ি, টাকা পয়সা কাল কি যাবে তোমার-আমার কাফনে?

এইসব কিছুর মূলে আমি নামের মুসলমান
মানুষ কবে হবে খাঁটি মানুষ জানে রাহিমুর রহমান।

২৩:৫০
২১/০৯/১৮ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
সুবিধাবাদী, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৯-২০২১ | ১৩:৫৮ |

    আত্ম বিশ্লেষণের অসাধারণ প্রকাশ ঘটেছে লিখাটিতে। শুভেচ্ছা রইলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...